Saturday, 20 December 2014

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা "মিস ওয়ার্ল্ড ২০১৪"

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা "মিস ওয়ার্ল্ড ২০১৪" হয়ে গেল এবার যুক্তরাজ্যে।  ৬৪ তম এই আসরের এবাবের বিজয়ী দক্ষিন আফ্রিকার মেয়ে রোলেন স্ট্রাউচ। ২২ বছর বয়সী এই সুন্দরীর উচ্চতা ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি। তিনি ৮ বছর বয়সে "মিস দক্ষিন আফ্রিকা " সম্মানে ভূষিত হয়েছিলেন।  নীল চোখ ও বাদামি চুলের এই সুন্দরী বর্তমানে মেডিকেলের ৪র্থ বর্ষের ছাত্রী। অভিনন্দন তাকে।

No comments:

Post a Comment