Thursday, 18 December 2014

সুইজারল্যান্ডের সৌন্ধর্য

সুইজারল্যান্ড একটি ভূমিবেষ্ঠিত দেশ। দেশটি ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া, জার্মানি দ্বারা বেষ্ঠিত ও আল্পস পর্বতমালা দ্বারা সজ্জিত। শতশত পর্বতের চূড়া আর স্বচ্ছ পানির লেকের বিন্যাসে দেশটি একটি অসম্ভব সুন্দর একটি দেশের মর্যাদা পেয়েছে।  পাশাপাশি দেশটির উদার বৈদেশিক নীতিও অন্যান্য দেশের বিত্তশালী মানুষদেরকে আকৃষ্ট করে। এছাড়া যারা সঙ্গীত, কলা ও ঐতিহাসিক স্থাপনা নিয়ে মাথা ঘামান তাদের জন্যও দেশটি একটি আবশ্যিক গন্তব্য।  দেশটি কিছু সুন্দর ছবি এখানে তুলে দেয়া হলো। আশা করি সবারই ভালো লাগবে।  

No comments:

Post a Comment