Monday, 24 February 2014

জার্মানিতে ধূমপান, মদ্যপান, সোলারিয়াম


জার্মানিতে প্রাপ্তবয়স্কদের এক চতুর্থাংশ ধূমপান করেন৷ ৯.৫ মিলিয়ন মানুষ অতিরিক্ত মদ্যপান করেন৷ এছাড়া ৬৭ শতাংশ পুরুষ এবং ৫৩ শতাংশ নারীর ওজন মাত্রাতিরিক্ত৷ সূর্যস্নানের বিকল্প হিসেবে 'সোলারিয়াম' বা 'সান' স্টুডিওগুলিতেও খদ্দেরের অভাব হয় না৷

No comments:

Post a Comment